উইমেন চ্যাপ্টার ডেস্ক: ‘গত আগস্ট মাসে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যাবহার হয়েছে’- বললেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
জাতিসংঘের প্রতিনিধি দলের তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন মুন।
তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত করেন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র তদন্তকারী দলের প্রধান আকে সেলস্ট্রম।
তিনি বলেন, “প্রতিবেদন প্রস্তুত করা শেষ। এটি কখন প্রকাশ করা হবে সেটি মহাসচিবই ঠিক করবেন।”
প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে মুন এসব কথা বলেন।
মুনের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, “আমার ধারণা প্রতিবেদনটি ব্যাপক হবে, রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে এটি প্রতিবেদনে বিস্তৃতভাবে উঠে আসবে।”
হামলার জন্য দায়ী কারা সে সম্পর্কে কোনও মন্তব্য করেননি তিনি। তবে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ “মানবতাবিরোধী অপরাধে” অপরাধী বলে উল্লেখ করেছেন।
এদিকে হামলার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। রাসায়নি অস্ত্র জাতিসংঘে জমা না দিলে কঠোর জবাব দেয়া হবে বলেও বলা হয়।
যদিও সিরিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যেই জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নীতিমালায় স্বাক্ষর দেয়ার ঘোষণা দিয়েছে। স্বাক্ষরের একমাসের মধ্যেই সকল রাসায়নিক অস্ত্রের বিবরণ জাতিসংঘে জমা দেয়া হবে বলেও জানান তিনি।
জাতিসংঘের মহাসচিব বলেন, “আমি নিশ্চিত সবকিছু পরিষ্কার হওয়ার পর এ বিষয়ে জবাবদিহিতার প্রক্রিয়াটি শুরু হবে।”