‘অস্ত্রসমর্পণ না করলে কঠিন জবাব’

Syria Mapউইমেন চ্যাপ্টার ডেস্ক: আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র তুলে দেওয়ার বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ বৈঠকে বসেছে। এদিকে রাসায়নিক অস্ত্র সমর্পণের প্রস্তাবে যে কোনও ধরনের পরিকল্পনা ব্যর্থ হলে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বারাক ওবামা এবং এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাব দিয়েছে ফ্রান্স।

বিবিসির এক খবরে বলা হয়, এই প্রস্তাবে বাধাধরা কিছু শর্ত আরোপ করে দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তবে, রাশিয়া এতে আপত্তি জানিয়ে বলেছে, এ বিষয়ে কোন ধরনের চাপ সিরিয়ার উপর না থাকাই ভাল।

বিবিসি জানায়, সিরিয়া ইস্যুতে সুনির্দিষ্ট পরিকল্পনা বা সমাধান আনতে আজ জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সিরিয়া এর আগেই যুদ্ধ এড়াতে রাসায়নিক অস্ত্র সমর্পণের বিষয়ে রাশিয়ার প্রস্তাব মেনে নিতে রাজী হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া হামলার বিষয়ে কংগ্রেসের ভোটাভুটি স্থগিত করে কুটনীতিক উদ্যোগের পথে এগিয়েছেন।

ওবামা রাসায়নিক অস্ত্র আত্মসমর্পণের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলার কথা বলেন। তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে তার দেশ সামরিক অভিযান চালাতে পিছপা হবে না।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় একলাখ মানুষ প্রাণ হারিয়েছে।

সিরিয়ায় যুদ্ধাপরাধের ঘটনা ঘটছে এবং এজন্য উভয় পক্ষই দায়ী উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, গত প্রায় আড়াই বছর ধরে সিরিয়ার জনগণকে রক্ষা করতে সবাই ব্যর্থ হয়েছে। প্রতিদিন সেখানে গুলির শব্দ ও মৃত্যু যেন স্বাভাবিক ঘটনা। বৃহস্পতিবার সকালেও বিবিসির এক খবরে বলা হয়, সিরিয়ার প্রাচীন খ্রিস্টান অধ্যুষিত শহর মালুলার কেন্দ্রস্থল আবারও দেশটির সরকারি বাহিনী দখল করে নিয়েছে। এখনো সেখান থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

তবে কোন হতাহতের ঘটনা বা ধর্মীয় উপাসনালয়ের ক্ষতির কথা খবরে বলা হয়নি।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.