মনজুরুল হক:
আন্তর্জাতিক নারীদিবসে বিশেষ কিছু লেখার নেই। ঘুরিয়ে-পেঁচিয়ে যা-ই লিখি না কেন, দিনশেষে পুরুষতান্ত্রিক পুরুষবাদী পুরুষশাসিত পুরুষাকার পুরুষালী চরিত্রের সমাজে নারী নিগৃহীত, অপমানিত এবং অসম্মানিত। এই ঘোর অমানিশায়ও যারা মাথা উঁচু করে বাঁচতে পারেন তাঁরা নমঃস্য। নারী দিবসে সকল নারীর প্রতি প্রণতি।
আমি বিশ্বাস করি প্রতিটি নারীর মধ্যে একজন মায়ের অস্তিত্ব মিশে থাকে। প্রত্যেকটি নারীই মায়ের শাশ্বত রূপ।
আজ আমি Peruquois (প্যারুকুইস) নামের এক নারীর কথা বলবো। ২০১৭ সালের কোনো একদিন তাঁকে ‘আবিষ্কার’ করি, অর্থাৎ ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে পেয়ে যাই। প্যারুকুইস এক অদ্ভুত চরিত্র! মূলত সঙ্গীত শিল্পী, কিন্তু তাঁর গান ছাপিয়ে অনেক দূর অবধি দেখলে তাঁকে দেখা যায় এক হিউম্যান বিং হিসাবে! অদ্ভুত ব্যাপার হলো টানা দুদিন ইউটিউব, গুগল ঘাঁটাঘাঁটি করেও তার জন্মস্থান বা বিস্তারিত বায়ো পাচ্ছিলাম না। শেষে পেলাম এবং ভীষণভাবে বিস্মিত হলাম! তিনি তাঁর বায়োতে জেন্ডারের ঘরে লিখে রেখেছেন ‘A good human being’ অর্থাৎ ‘একজন ভালো মানুষ’! আমার জীবনে এই প্রথম দেখলাম এটা কারো লিঙ্গ-পরিচয়! এরপর কেবলই অভিভূত হওয়ার পালা। তাঁর একটার পর একটা গান শুনি আর অভিভূত হই।
যেহেতু তাঁর গানের মূল থিম হার্ট এন্ড সোউল, তাই নৈবেদ্য, ভক্তি, প্রকৃতির প্রতি অপার প্রেম, ঈশ্বর প্রেম এইসব আসবেই। আর সেক্ষেত্রে তিনি ভারতীয় মার্গ সঙ্গীতে দীক্ষা নিতে আসবেন সেটা অবধারিত।
তিনি যখন জন্মস্থান অস্ট্রেলিয়া ছেড়ে ‘বিশ্বনাগরিক’হতে সমুদ্র পাড়ি দিলেন তখন এদেশ-সেদেশ ঘুরে ভারতের কেরালায় এবং পরে উত্তর ভারতে কয়েক বছরের জন্য থিতু হলেন। ভারতীয় মার্গ সঙ্গীতের তালিম নিলেন। মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে বিভিন্নরকম ভক্তিগীতি শিখলেন। তারপর আবার উড়াল দিলেন বিশ্বমায়ের ডানায় চড়ে দূরে কোথাও।
এই মানুষটির জন্মদিন ১১ তারিখ। কোন মাস, কোন বছর সেসব যেন তাঁর কাছে কোনো ব্যাপার না। শুধু উল্লেখ করলেন ৪৪ বছরের শরীর তার। আমরা তাঁর ভক্তদের জন্য লেখা জন্মদিনের চিঠিখানা পড়ি……
প্রিয় বন্ধু, পরিবার ও কমিউনিটি,
আমি আজ ১১ তারিখে পৃথিবীতে এসেছি এবং এটি আমার এই শরীরে ৪৪তম বছর।
আমি এই পৃথিবীতে এসে খুব কৃতজ্ঞ, পৃথিবী এমন একজন মহিমান্বিত সত্তা বা মা, এবং আমি খুবই খুশি যে আমি সেই মাকে ভালবাসতে পেরেছি আমার প্রেমময় জীবনে। নিজেকে তৈরি করতে পেরেছি তোমাকে ভালবাসতে মা! সেইসঙ্গে নিজেকে ও তোমাদের সকলকে ভালবাসতে শিখেছি।
আমার মা ছিলেন খুবই সুন্দর এক নারী যার আশীর্বাদ রয়েছে আমার উপর। যিনি আমাকে তাঁর চতুর্থ সন্তান হিসাবে জন্ম দিয়েছেন। এক বিপর্যস্ত সময়ে তাঁর স্বামী সমুদ্রের গভীরে ডুবে মারা গিয়েছিলেন এবং বিস্ময়কর হলো সেই সমুদ্রই আমাকে জাগিয়ে তুলতে এবং আমাকে সত্যিকারভাবে টিকে থাকার জন্য, উঠে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছে। আমার মা এবং পরিবার তখন প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। খাবার জুটত না আমাদের।
এই ধরনের দুর্ভোগ এবং দুমড়ে-মুচড়ে যাওয়া বিপর্যয়ের পরেও মা আবার প্রেম খুঁজে পেয়েছে এবং আমাকে কীভাবে ভালবাসতে হয় তা শিখিয়েছে। এতে তার অনেক সময় লেগেছিল, কিন্তু সে তা করেছে এবং এটাই আমার মধ্যে সবচেয়ে বড় সম্মানের জন্ম দিয়েছে। ধন্যবাদ মা।
জীবন আমাকে একটা কন্যার বিশাল আত্মা দিয়ে আশীর্বাদ করেছে এবং আমি তার প্রতিদিনের শিক্ষার জন্য কৃতজ্ঞ।
জীবন আমাকে এমন একজন মহান ব্যক্তির আশীর্বাদ দিয়েছে যিনি এখনও তার সবটুকু মহত্ত্ব দেখতে পারেননি। তিনি আমাকে সাহায্য করতে পারেন না কিন্তু প্রতিদিন প্রতিমুহূতের দুঃখকষ্ট ভাগ করে নিতে পারেন। আমার সৌভাগ্য যে আমি তার সাথে থাকার সুযোগ পেয়েছি।
আমাদের এই পৃথিবীতে, আমাদের মহাবিশ্বে, আমাদের হৃদয়ে সঙ্গীতের প্রতি যে আবেগ তা আমার মধ্যে একটি চিরন্তন শিখার মতো জ্বলছে… গান গাওয়া হল ভালবাসা এবং আমার কাছে একটা পাকা ফলের মত যা আমার আত্মা আমার হৃদয়ের মমতায় পরিপূর্ণ পেঁকে উঠবে। গান এখনও আমার সবকিছু মূর্ত করেনি, কিন্তু আশা আছে একদিন করবে, ঠিকই করবে। অভিজ্ঞতায় পরিপক্ক হয়ে আমি নিজেকে ধন্য মনে করব।
আমার জীবনের অভিজ্ঞতা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ প্রিয়জনরা, কারণ আপনাদের বিচিত্র রঙের সমাহার ও প্রতিফলন ছাড়া এই পৃথিবীতে থাকা নিস্তেজ, নিষ্প্রাণ। আপনারা ভালোবেসে আমাকে সমৃদ্ধ করেছেন, আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা। তা যেন আপনাদের হৃদয় থেকেও আমার হৃদয়ে সংক্রমিত হয়…
আপনাদের ভালবাসা
_পেরুকুইস
পরিশেষে তাঁর সম্পর্কে সঙ্গীত জগতের দুজন মহীরূহর মন্তব্য দিয়ে শেষ করবো:
In 35 years in music I never worked with a vocalist equal to Peruquois.
Pouring silence into sound her voice has a power to stop time and open the floodgates of the mystery.
She is a composer and lyricist expressing the passionate journey of being fully human, longing for the source of love, for total awakening.
_Tom Wasinger
3-time Grammy winning music producer
I’ve never heard such voice – mystical, wickedly passionate and utterly unique. It is blowing my mind, just imagine you can witness it Live!
_Chuck Taylor
Billboard music critique