উইমেন চ্যাপ্টার ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয় পেলো জিম্বাবুয়ে।
পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে স্বাগতিক জিম্বাবুয়ে।
টিসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক মেসবাহ উল হক।
নিজেদের নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তারা করে ২৪৪ রান। ২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে মাসাকাদজা ও সিবান্দার ১০৭ রানের উদ্বোধনী জুটি জয়ের মূল ভিত প্রতিষ্ঠা করে। তারপর জিম্বাবুয়ে অধিনায়ক ব্র্যান্ডন টেইলর ও সেন উইলিয়ামসের ব্যাটে জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের।
জয় তুলে নিতে তারা সময় নেয় ৪৮ ওভার দুই বল। জিম্বাবুয়ের পক্ষে মাসাকাদজা ৮৫, সিবান্দা ৫৪, টেইলর ৪৩ ও উইলেয়ামস ৪৯ রান করেন।
দৃঢ় বোলিং লাইনআপের দল পাকিস্তানের জন্য ২৪৪ রানের পুঁজিকে অনেকেই জয়ের জন্য যথেষ্ঠ মনে করেছিলেন।
কিন্তু জিম্বাবুয়ের টপ অর্ডারের সামনে কেউই তেমন সুবিধা করে উঠতে পারেনি। স্পিনার সাইদ আজমল দুটি ও জুনায়েদ খান একটি ছাড়া আর কেউই উইকেট পাননি।
পাকিস্তানের পক্ষে অধিনায়ক মেসবাহ ৮৩ ও মোহাম্মাদ হাফিজ ৭০ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে ব্রায়ান ভিটোরি ও তেন্দাই ছাতারা দুটি করে উইকেট এবং প্রসপার উতসিয়া একটি উইকেট তুলে নেন।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। ম্যাচ সেরা নির্বাচিত হন হ্যামিল্টন মাসাকাদজা