যৌনপল্লী উচ্ছেদের ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

Madaripur-potitaউইমেন চ্যাপ্টার ডেস্ক: মাদারীপুরে যৌনপল্লী উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার সকালে ‘ইসলামে কওম পরিষদ’ ব্যানারে ওই উচ্ছেদ চালানোর পর সন্ধ্যায় এক বিবৃতিতে উদ্বেগ জানায় মানবাধিকার কমিশন।

বিবৃতিতে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশ’ যৌনকর্মীর আবাসনের ব্যবস্থা ও নিরাপত্তা দিতে সরকারকে আহ্বান জানায় সংস্থাটি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ব্যর্থতাও খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন।

হাই কোর্টের আদেশ উপেক্ষা করে পুলিশের উপস্থিতিতে সকাল সাড়ে ১১টার দিকে যৌনপল্লীটিতে হামলা চালায় ইসলামে কওম পরিষদের নেতৃত্বে প্রায় পাঁচশ লোক।

এ সময় হামলাকারীরা মেয়েদের মারধর করে এবং ব্যাপক ভাংচুর চালায়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা ২টার মধ্যে ওই পল্লী খালি হয়ে যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে ইসলামে কওম পরিষদ এই পল্লী উচ্ছেদের আন্দোলন করে আসছিল।

নাম প্রকাশ না করে ওই পল্লীর এক নারী বলেন, “কথা ছিল আমাদের পুনর্বাসন করা হবে। কিন্তু তা না করে এভাবে আমাদের উচ্ছেদ করা হল। এখন আমরা যাব কোথায়? খাব কী?”

এদিকে ‘জোরপূর্বক এ পল্লী উচ্ছেদ না করার আদেশ রয়েছে হাই কোর্টের। তাই উচ্ছেদ কাজটি নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত ছিল’- বলেন মাদারীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.