উইমেন চ্যাপ্টার ডেস্ক: মিশরে উত্তাল পরিস্থিতিতে কারফিউ ভঙ্গ করার দায়ে আটক দুই বাংলাদেশীর একজনকে সোমবার কারাগার থেকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গত ১৯ আগস্ট মিশরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুহাম্মদ নাসির মজুমদার এবং বেলায়েত হোসেন নামের দুই বাংলাদেশী নাগরিককে আটক করে।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বর্হিপ্রচার অনুবিভাগ) শামীম আহসান জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার কারণেই দুই বাংলাদেশীকে খুব কম সময়ের মধ্যে মুক্ত করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, বেলায়েত হোসেন মিশরে পড়াশোনা করছেন। তিনি সোমবার মুক্তি পেয়েছেন। আর মুহাম্মদ নাসির মজুমদার একজন কর্মজীবী। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি সেখানে অবৈধ হিসাবে অবস্থান করছেন। সে কারণে তাকে দেশে ফিরে আসতে হবে।
মহাপরিচালক জানান, দেশে ফেরার জন্য টিকেট দিতে নাসির মজুমদারের কারখানা কর্তুপক্ষ শুরুতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে মিশরে বাংলাদেশী দূতাবাসের হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ দেশে ফিরে আসার টিকেট দিতে রাজি হয়েছে। আগামী বৃহস্পতিবার নাসির মজুমদার দেশে ফিরে আসবেন। এ বিষয়ে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করতে বাংলাদেশ মিশন সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।