উইমেন চ্যাপ্টার:
নায়িকা পরীমণির জামিন হয়েছে ৩১ আগস্ট আর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১ সেপ্টেম্বর। তিন তিনবার রিমান্ডে নেয়া, থানা, হাজত, কারাগার সব মিলিয়ে তাকে একের পর এক হয়রানির চূড়ান্ত করা হয়েছে। অবশেষে যখন সর্বস্তরের লোকজন তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে তখনই টনক নড়েছে বিচার বিভাগের। এই একটি ঘটনার মধ্য দিয়ে আমরা কেবল একজন পরীমণিকেই হয়রানি করতে দেখি না, দেশে চূড়ান্ত রকমের অব্যবস্থাপনা, বিচারহীনতা, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের নগ্নতাই স্পষ্ট হয়ে উঠেছে।
এ নিয়েই আমাদের এই আলোচনা। এতে অংশ নিয়েছেন অধ্যাপক ড. কাবেরী গায়েন, নৃবিজ্ঞানী ও শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা, অভিনেত্রী ডা. আজমেরি হক বাঁধন, অ্যাক্টিভিস্ট ও উন্নয়নকর্মী মুশফিকা লাইজু এবং অ্যাক্টিভিস্ট ও আইনজীবী প্রমা ইসরাত। আলোচনাটি পরিচালনা করেছেন উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর।