
উইমেন চ্যাপ্টার ডেস্ক: ভারতের লোকসভায় আলোচনা চলার সময় হঠাৎ করেই অসুস্থ বোধ করেন ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী। সাথে সাথেই তাঁকে নয়াদিল্লির এইএমস হাসপাতালে ভর্তি করা হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
পত্রিকাটির অনলাইন সংস্করণে এক ছবিতে দেখা গেছে, স্থানীয় সময় রাত আটটার দিকে সোনিয়া গান্ধী পার্লামেন্ট ভবন ছেড়ে যাচ্ছেন, তাঁকে সাহায্য করছেন ইউনিয়ন মন্ত্রী কুমারি সেলজা। সোনিয়ার ছেলে ও কংগ্রেস পার্টির ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও মায়ের সাথে হাসপাতালে গেছেন।
৬৭ বছর বয়সী সোনিয়া শ্বাসকষ্টের অভিযোগ করার পর তাকে কার্ডিওলজিতে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র বলছে, তাঁর অবস্থা এখন ভাল এবং উদ্বেগের কোন কারণ নেই।