উইমেন চ্যাপ্টার: স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত মেজর সুমন আহমেদ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
স্ত্রী যুব মহিলা লীগের নেত্রী মোসাম্মৎ কিশোয়ারা সুলতানা সালমা। তিনি গত ২৫ জুলাই তার স্বামীর বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ এনে মামলা করেন।
এই ঘটনায় সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে চার সপ্তাহের জামিন নেন। জামিনশেষে সোমবার মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন সুমন।
সুমন এর আগে র্যাব-১ এর সিইও হিসাবে কর্মরত ছিলেন। মামলায় বলা হয়, যৌতুকের দাবিতে বাদিকে মারধরও করেছিলেন ওই সেনা কর্মকর্তা।
তবে আসামির আইনজীবী নজরুল ইসলাম সরদার অভিযোগ প্রত্যাখ্যান করে সাংবাকদিকদের বলেন, ‘তার মক্কেলকে হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছে’।