‘ডায়ানা’ ছবির কাহিনী সম্পূর্ণ মিথ্যা!

Dianaউইমেন চ্যাপ্টার ডেস্ক: প্রিন্সেস ডায়ানার জীবনকাহিনী নিয়ে নির্মিত ‘ডায়ানা’ ছবিতে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর সাবেক প্রেমিক হাসনাত খান।

সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।

পাকিস্তানি হূদরোগ বিশেষজ্ঞ হাসনাতের সঙ্গে ডায়ানার প্রেমকাহিনিকে উপজীব্য করে বড় বাজেটের এই চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাবে।

ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নাওমি ওয়াটস।

১৬ বছর ধরে এ বিষয়ে কোনো কথা না বললেও এবার আর তিনি চুপ থাকতে পারলেন না।

তার এক সাক্ষাৎকারে হাসনাত দাবি করেন, ছবিটির কাহিনী সম্পূর্ণ মিথ্যা। এই ছবি তিনি কখনোই দেখবেননা বলেও উল্লেখ করেন।

চলচ্চিত্রটির প্রযোজকে তার কাছ থেকে মৌখিক সম্মতি নেওয়ার কথাও নাকচ করে দিয়েছেন তিনি। ‘ডেইলি মেইল’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘আমি কখনো এ সংক্রান্ত কোনো অনুমতি দিইনি।’

যুক্তরাজ্যের বিশিষ্ট নাগরিক জেমিমা খানের জানান, হাসনাতের সঙ্গে গভীর প্রেম ছিলো ডায়ানার। তাঁকে বিয়ে করবেন বলেও ঠিক করেন তিনি। বিষয়টি আলোচনা করতেই ডায়ানা গোপনে পাকিস্তানে হাসনাতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জেমিমা দাবি করেন।

জেমিমার ভাষ্যমতে হাসনাত বিয়ে করতে আগ্রহী না হওয়ায় হাসনাতকে দেখাতেই তিনি দোদি আল ফায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা ও তাঁর বন্ধু দোদি আল ফায়েদ নিহত হন।

শেয়ার করুন: