উইমেন চ্যাপ্টার ডেস্ক: উচ্চ আদালতের রায় অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর কোন প্রার্থী অংশ নিতে পারবে না।
বরগুনা-২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একথা বলেছেন।
তিনি বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে যে রায় দিয়েছেন, তা বহাল থাকায় জামায়াতের কোন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেনা।
তবে প্রার্থী জামায়াতের প্রচলিত প্রতীক দাড়িপাল্লা ছাড়া স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করলে তাতে কোন আইনি বাধা থাকবেনা।
আওয়ামী লীগের সাংসদ গোলাম সফুর গত ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে শূণ্য এই আসনে আগামী ৩ অক্টোবর উপনির্বাচন হতে যাচ্ছে।
আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর।