জাবি শিক্ষকদের আন্দোলন স্থগিত: ভিসি মুক্ত

JU-teachers-ministerউইমেন চ্যাপ্টার ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে গত চারদিন থেকে চলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা।

শনিবার বিকাল পৌনে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর বাড়িতে এই বৈঠক হয়।

এ সময় শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন স্থগিত করার অনুরোধ করেন।

আলোচনা শেষে ক্যাম্পাসে ফিরে রাত ১২টার দিকে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন সাধারণ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় চারটি সিদ্ধান্তের কথা জানান।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, শিক্ষকদের বিভিন্ন অভিযোগ আমলে নেয়া হবে, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল, তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা রিট তুলে নেয়ার ব্যবস্থা করা এবং সব বিষয় বিবেচনায় ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত।

এ সময় উপাচার্যের মুক্তির বিষয়ে তিনি বলেন, “এখন থেকেই ভিসি মুক্ত। তাকে আমরা কোনো রকম বাধা দেব না।”

মুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাবি উপাচার্য আনোয়ার হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আশা করছি শিক্ষকদের এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত স্থায়ী হবে।”

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি। শিক্ষকদের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা তাদের আশ্বস্ত করতে চেষ্টা করেছি।”

শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও মন্ত্রী জানান।

এদিকে শিক্ষকরা দাবি জানিয়ে এলেও ভিসি আনোয়ার হোসেন পদত্যাগ না করার বিষয়ে অনড় ছিলেন।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.