উইমেন চ্যাপ্টার ডেস্ক: ভারতে গতমাসে বিএসএফের একজন সদস্য একজন বাংলাদেশী নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গের একটি মানবাধিকার সংগঠন।
বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলেছে, মানবাধিকার সংগঠনটি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এক অভিযোগে বলেছে, অবৈধভাবে ভারতে আসার পরে ওই নারী তাঁর স্বামীর সঙ্গে বাংলাদেশে ফেরত যাওয়ার সময় বিএসএফের এক রক্ষী ওই নারীকে ধর্ষণ করে।
‘মাসুম’ নামের ওই মানবাধিকার সংগঠনটি জানায়, তারা তাদের অভিযোগপত্রে জানিয়েছে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠার পরে তারা ঘটনাটির বিস্তারিত তদন্ত করে।
‘মাসুম’ এর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাদের তদন্তে জানা গেছে ১১ জুলাই বেলা ১১ টার দিকে উত্তর চব্বিশ পরগণার আঙরাইল সীমান্ত চৌকির কাছে ঘটনাটি ঘটে।
ছয় বছরের ছেলের সামনেই ওই নারী নির্যাতনের শিকার হন।
অভিযোগ পত্রে মাসুম দাবি করে, নির্যাতিতা ওই নারীর ডাক্তারি পরীক্ষা হয়নি, তবে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দী রেকর্ড করিয়েছেন।
সংগঠনটি আরো জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে নারীকে জেলে পাঠানোর বিষয়টিও আইন-বিরুদ্ধ।
মাসুমের অভিযোগের পর অভিযুক্ত বিএসএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।