উইমেন চ্যাপ্টার: স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় আটক মেয়ে ঐশী রহমান ও তার বন্ধু মিজানুর রহমান রনি এবং কাজের মেয়ে সুমির পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে শুক্রবার। শনিবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিমান্ডে ঐশীর দেওয়া তথ্য সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাবা-মাকে খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারে ঐশী রহমান। এমন প্রস্তুতিও রয়েছে পুলিশের পক্ষ থেকে।
গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে ‘চামেলী ম্যানশনে’র ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করা হয়।
ঘটনা তদন্তে নিয়োজিত গোয়েন্দা কর্মকর্তারা জানান, চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ডটি তাদের মেয়ে ঐশী রহমান নিজেই ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।