উইমেন চ্যাপ্টার ডেস্ক: নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার প্রসিকিউশনের শুনানি শেষে আদেশ দেয়ার এই দিন ধার্য করেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল।
গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় মঙ্গলবার সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আবেদনে বিবাদী করা হয়েছে এইচআরডব্লিউ পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে।
প্রসিকিউশানের আবেদনে বলা হয়, ট্রাইব্যুনালের বিচারকদের প্রশ্নবিদ্ধ করতেই ‘উদ্দেশ্যমূলকভাবে’ এ ধরনের ‘পক্ষপাতদুষ্ট, বানোয়াট ও ভিত্তিহীন’ বিবৃতি দেয়া হয়েছে।