উইমেন চ্যাপ্টার ডেস্ক: রাজধানী ঢাকায় মিশরীয় দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান জানায়, ঢাকায় ফার্মগেটের একটি কোচিং সেন্টার থেকে শওকত আলী নামে হুমকিদাতা শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শওকত আলী গতকাল মিশরের দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দূতাবাসে একটি চিঠি পাঠান।
চিঠিতে মিশরে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয় এবং তা না হলে মিশরীয় দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় মিশরীয় দূতাবাসের কনসুলার বিভাগ আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে শিবিরের কেন্দ্রীয় নেতা মহম্মদ জামালউদ্দিন শওকত আলীকে তাদের কর্মী হিসেবে অস্বীকার করেছেন।
যদিও মঙ্গলবার ধানমন্ডিতে মিশরে গণহত্যার প্রতিবাদে মিছিল করে জামায়াতে ইসলামী।