২১ আগস্টের নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

August-21উইমেন চ্যাপ্টার ডেস্ক: ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বেলা ১১টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে অস্থায়ী বেদীতে ফুল দেন শেখ হাসিনা।

প্রধামনমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর তিনি আওয়ামী লীগে সভাপতি হিসাবে ১৪ দলের পক্ষে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর তিনি হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মোনাজাতে অংশ নেন।

এসময় প্রধামনন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যসহ আওয়ামী লীগ ও ১৪ দলের জ্যেষ্ঠ নেতারা।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে উপর্যুপরি গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই নিহত হন ১২ জন এবং পরে হাসপাতালে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ১২ মারা যান। আহত হয়েছেন শেখ হাসিনাসহ অন্তত ৩০০ জন

গ্রেনেড হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৫২ জনকে আসামী করে বিচারকাজ চলছে।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.