উইমেন চ্যাপ্টার:
আপনি কি পাশ করে চাকরির অপেক্ষায় আছেন? বা মনমতোন চাকরি হচ্ছে না বলে মন খারাপ করছেন? বিষন্নতা ভর করেছে আপনার মাঝে? বাড়ির লোকজনের কাছে ছোট হয়ে যাচ্ছেন? নিজেই কিছু করার কথা কখনও ভেবেছেন?
আজ আমাদের আলোচনার বিষয়, চাকরির এই দুর্মূল্যের বাজারে কীভাবেই নিজেই কিছু কাজ করতে পারেন, অন্তত শুরু করতে পারেন।
সাথে থাকছেন যুক্তরাষ্ট্র থেকে কাজী তামান্না কেয়া, যার একটি লেখা থেকেই এই আলোচনার সূত্রপাত। সাথে থাকছেন বাংলাদেশ থেকে অ্যাক্টিভিস্ট মাহমুদা খাঁ, যিনি সবশেষ চাকরি করছিলেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কর্মরত একটি আন্তর্জাতিক সংস্থায়। করোনাকালে চাকরি হারানোর পর বসে না থেকে নিজেই খুঁজে নিয়েছেন স্বাধীনভাবে কেমিক্যালমুক্ত শুঁটকি বিক্রি করে টিকে থাকার পথ, আরও থাকছেন পারভীন সাঁকো, যে নিজে একটি জিম এবং পার্লার চালিয়ে দুই মেয়ে ও মাকে নিয়ে চলছিল। কিন্তু করোনা সংকটে পড়ে কীভাবে পাল্টে নিয়েছেন তার জীবন, শুনবেন তার কথাও। সঞ্চালনায় ছিলেন সুপ্রীতি ধর, সম্পাদক, উইমেন চ্যাপ্টার।