উইমেন চ্যাপ্টার ডেস্ক: আলোচিত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী হত্যায় তাদের মেয়ে ঐশীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঐশীর দাবী তার মা তাকে একেবারেই পছন্দ করত না। তার ভাষায়, ‘মায়ের দুই চোখের বিষ ছিলাম আমি।’
রাগারাগি করলে প্রায়ই তাকে গালমন্দ করতো এবং ঐশী তার মেয়েই নয় বলেও বলতো বলেও সে উল্লেখ করে।
তাই মায়ের উপরেই রাগটা অনেক বেশি ছিলো।
ঐশী জানায়, মা-বাবাসহ পরিবারের সবাই তাকে অপছন্দ করতেন। সে হয়ে পড়ে একা। এ কারণে পরিবারের চেয়ে বাইরের পরিবেশ তাকে বেশি টানত।
জিজ্ঞাসাবাদের সাথে জড়িত এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বাবার ব্যাপারে ঐশী জানায়, মায়ের চেয়ে বাবা তার কাছে প্রিয় ছিল। আর সবচেয়ে প্রিয় ছোট ভাই ঐহী।
জিজ্ঞাসাবাদে ঐশী বারবার বলেছে, ‘ওরা কেউ আমাকে বুঝতে চায়নি। সব দোষ আমার। আমি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছি। বাবা-মায়ের খাবারের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে নিজের মতো ঘুরতে বেরিয়েছি।’
বহুল আলোচিত এই হত্যাকান্ডে ঐশীকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
১৬ আগস্ট বিকেলে রাজধানীর পল্টন থানার চামেলীবাগের ভাড়া ফ্ল্যাটের দরজা ভেঙে বাথরুম থেকে ঐশীর বাবা-মার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গৃহকর্মী খাদিজা ও ঐশীর বন্ধু মিজানুর রহমান ওরফে রনিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।