উইমেন চ্যাপ্টার:
আমরা আজ কথা বলেছি দুজন কোভিড-১৯ সারভাইভারের সাথে। এদের একজন সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া, যিনি নিজ উদ্যোগে টেস্ট করিয়ে শনাক্ত হওয়ার আগে থেকেই আইসোলেশনে চলে গিয়েছিলেন এবং বাসায় চিকিৎসা করেই সুস্থ হয়ে ফিরেছেন। বাসায় দুটি ছোট বাচ্চা এবং একজন বয়স্ক মানুষ নিয়ে এই যাত্রাটা সহজ ছিল না কিবরিয়ার।
কথা বলেছি কিবরিয়ার স্ত্রী, আমাদের আরেক সাংবাদিক নাজনীন আক্তার তন্বীর সাথে। শুনেছি তার অভিজ্ঞতার কথা, কীভাবে সে সামাল দিয়েছে এই পরিস্থিতি!
আরও ছিল কানাডা প্রবাসী বাংলাদেশি সুমু হক, যে কিনা একইসাথে কোভিড পজিটিভ হয় এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তাকে ভেন্টিলেশনে যেতে হয়েছিল এবং টানা ছয়দিন কোমায় থেকে ফিরে এসেছে আমাদের মাঝে।