জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

Sheikh-Hasinaউইমেন চ্যাপ্টার: দেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবনে বিকেল চারটা ১০ মিনিটে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এদিকে প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব হিসেবে যোগ দিয়েছেন চ্যানেল আই এর নিউইয়র্ক প্রতিনিধি আশরাফুল আলম খোকন।

সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্যদের সাথে দলের পরবর্তী কাজ নিয়ে বৈঠক করবেন। বিশেষ করে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠার উপায় নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.