উইমেন চ্যাপ্টার: এসবি কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমান, তার বন্ধু ও বাসার গৃহকর্মীকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।
দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে এই আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এ মামলায় ঐশীর আরও দুই বন্ধুর খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, তাদের পাওয়া গেলে এ হত্যা রহস্যের মীমাংসা করা অনেকটাই সহজ হয়ে যাবে বলে তারা মনে করছেন।
এরইমধ্যে তদন্ত অনেকটা এগোলেও বিস্তারিত বলতে রাজি হননি তিনি।