লকডাউন প্রত্যাহারের যৌক্তিকতা কতোটুকু? (ভিডিও)

উইমেন চ্যাপ্টার:

কোভিড-১৯ এর ভয়াবহ ছোবল এখন পড়তে শুরু করেছে বাংলাদেশে। এখন প্রতিদিনই টেস্ট হচ্ছে, গণহারে পজিটিভ হওয়ার খবর আসছে, তেমনি আসছে মৃত্যুর খবরও। এরই মধ্যে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই করোনার সবধরনের উপসর্গ নিয়ে মারা গেলেও টেস্ট না করায় জানা হয়নি তারা সত্যিই আক্রান্ত ছিলেন কীনা! এ নিয়ে রয়েছে জনমনে অসন্তোষ।

আবার এরকম একটা মহামারী মুহূর্তেই সরকার ‘সাধারণ ছুটি’ শেষে সবকিছু খুলে দিতে শুরু করেছে ব্যবসায়ীদের দাবিতে। এর ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে আমাদের সামাজিক জীবনে?

এ নিয়ে আজকের আলোচনায় অংশ নিয়েছেন, অধ্যাপক ড. আমানুল্লাহ ফেরদৌস, স্বাস্থ্য সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড. মনিকা বেগ
গ্লোবাল কোঅর্ডিনেটর, এইচআইভি/এইডস, জাতিসংঘ সদরদপ্তর, ভিয়েনা, অস্ট্রিয়া এবং শামীম আরা নীপা, অ্যাক্টিভিস্ট।

আলোচনায় করোনা সংক্রান্ত নানাদিক এর পাশাপাশি উঠে এসেছে তথ্যসন্ত্রাস, জবাবদিহিতার অভাব, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা, বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপসহ নানান দিক।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.