
উইমেন চ্যাপ্টার ডেস্ক: পাকিস্তানে আবারও নারী রাজনীতিক হত্যার ঘটনা ঘটলো। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্দুকধারীদের গুলিতে একজন নারী রাজনীতিবিদ নিহত হয়েছেন। নিজ বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়। নাজমা হানিফ (৩৫) নামের ওই নারী আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) জ্যেষ্ঠ সদস্য ছিলেন। শনিবার পুলিশ একথা জানিয়েছে।
পুলিশের সূত্রগুলো বলছে, গুলিতে নাজমা হানিফ গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
রাজনৈতিক মহলে স্পষ্টভাষী এবং তালেবান জঙ্গিদের বিরাগভাজন হিসেবে পরিচিত ছিলেন নাজমা হানিফ। এর আগে ২০১১ সালের নভেম্বরে তালেবান জঙ্গিদের আত্মঘাতী হামলায় নাজমার স্বামী, ছেলে ও তাঁদের দেহরক্ষী নিহত হন। সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা বলছেন, আততায়ীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এক কি দুজন বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড চালায়। তারা শব্দরোধক পিস্তল ব্যবহার করে বলেও জানায় পুলিশ।
এএনপি নেতৃত্বাধীন এই প্রদেশটি প্রায়ই তালেবান জঙ্গিদের হামলার শিকার হয়। এ পর্যন্ত দলটি কয়েকশ নেতাকর্মীকে হারিয়েছে এসব হামলায়।
এর আগে মে মাসে পাকিস্তানের মুভমেন্ট ফর জাস্টিস পার্টির (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নারী রাজনীতিক জাহরা শহীদ হুসেইনকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি গুলিতে হত্যা করা হয়।