উইমেন চ্যাপ্টার:
সারাবিশ্বই এখন কোভিড-১৯ এর ভয়াবহ সময় পার করছে। প্রাণহানির পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে আমাদের অর্থনীতির চাকাও। আশংকা করা হচ্ছে, করোনা সংকট একসময় পার হলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব থাকবে অর্থনীতির ওপর। সবটাই নির্ভর করছে দেশগুলোর সক্ষমতার ওপর, কে কীভাবে কাটিয়ে উঠবে এই সংকট, কে কতোটা দূরদর্শী, কতোটা সহমর্মী, কতোটা স্বচ্ছ!
আজ আমরা আলোচনা করেছি, লকডাউনে কেমন আছেন আমাদের নারী উদ্যোক্তারা? কীভাবে পাড়ি দিচ্ছেন এই সংকট? ভবিষ্যত নিয়ে কী ভাবছেন?
সাথে আছেন তানিয়া ওয়াহাব, Managing Partner, Karigar
Proprietor, Tan ;
তাসলিমা মিজি, Founder, Gootipa এবং
উম্মে শায়লা রুমকী, Founder & MD
Physical Therapy & Rehabilitation Center (PTRC)
আজকের আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে যা কিনা করোনা সংকট কেটে যাওয়ার পর এদিকটাতে মনোনিবেশ করা অত্যাবশ্যকীয় বলে সবাই একমত হয়েছেন।
করোনার এই মহামারীর সময় একেবারে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বাঁচাতে সামনের উৎসবে সবাইকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন আলোচকরা। তাদের মতে, এর মধ্য দিয়ে কিছুটা হলেও ব্যবসার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে, অন্তত বাঁচার স্বপ্নটা আবারও দেখতে সহায়ক হবে।