উইমেন চ্যাপ্টার ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে মিশর। কারফিউ উপক্ষো করে শুক্রবার জুমার নামাজের পর ব্যাপক বিক্ষোভ শুরু করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসির সমর্থকরা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার নতুন করে সহিংসতায় সেনাবাহিনীর গুলিতে অন্তত ৩৮ জন ব্রাদারহুড কর্মী নিহত হয়েছেন। এছাড়া, কায়রোর মধ্যাঞ্চলে মেশিনগানের গুলির আওয়াজ শোনা গেছে বলেও জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
অন্যদিকে সুয়েজ খালের তীরবর্তী ইসমাইলিয়া শহরে বেশ কয়েকজন ব্রাদারহুড সমর্থক নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
ব্রাদারহুডের ঘোষণার পরিপ্রেক্ষিতে জুমার নামাজ শুরু হওয়ার আগ থেকেই সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী। কায়রোর তাহরির স্কয়ারের প্রবেশ পথে সাজোয়া যানসহ অবস্থান নেয় সেনা সদস্যরা।
ব্রাদারহুড সূত্র জানায়, ১৪ আগস্ট মুরসিপন্থিদের কায়রো থেকে হটাতে সেনা অভিযানে হতাহতের ঘটনার প্রতিবাদে শুক্রবারকে ‘ক্রোধের দিন’ হিসেবে ঘোষণা দেয় ব্রাদারহুড।