জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ চান নার্সরা

Nurse Association Strike
শহীদ মিনারে আন্দোলনরত নার্স এসোসিয়েশনের সদস্যরা

উইমেন চ্যাপ্টার: লিখিত পরীক্ষা না নিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ করার দাবি জানিয়েছে ডিপ্লোমা উত্তীর্ণ বেকার নার্সদের একটি সংঠন।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক উন্মুক্ত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আজিজা হেনা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে শূন্য হওয়া ৪১২৬টি নার্স পদে শিক্ষাবর্ষ, জ্যেষ্ঠতা ও মেধা ভিত্তিতে ডিপ্লোমা উত্তীর্ণ নার্সদের নিয়োগ দিতে হবে।

তিনি আশংকা প্রকাশ করে বলেন, লিখিত পরীক্ষা হলে আর্থিক লেনদেনের মধ্য দিয়ে সদ্য ডিপ্লোমা শেষ করা অনেকে নিয়োগ পেয়ে যেতে পারেন। যেখানে ২০০১ সালে ডিপ্লোমা শেষ করা অনেকেই এখনো চাকরি পাননি।

চাকুরিতে সমতা আনতে আগে উত্তীর্ণ নার্সদের আগে চাকুরি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংগঠনের মহাসচিব আবুল ফজল বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ করা হলে নিয়োগ বাণিজ্য করার সুযোগ থাকবে না।

জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি মানা না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক নূরে আলম তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.