আসুন মেয়েটিকে খুঁজে বের করি

Rickshawala meyeসামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে গত কিছুদিন ধরেই এই ছবিটি ঘুরছে। একটি মেয়ে জীবন ও জীবিকার তাগিদে রিকশা চালাচ্ছেন।

মেয়েটির দিকে একবার ভাল করে তাকিয়ে দেখুন, কত ক্ষোভ, কত অভিমান ওই মুখটিতে। বয়স কতই বা। কিন্তু জীবন তাকে ক্ষমা করেনি। যতদূর জানা গেল, মেয়েটির নাম খালেদা। জামালপুর জেলা সদরের টিক্কাপট্টির ২৩ বছরের এই নারী পৌর শহরে প্রায় ১ বছর ধরে রিকশা চালিয়ে বাঁচিয়ে রেখেছেন তার তিন সদস্যের পরিবার। সন্তান ভূমিষ্ঠ হবার আগেই তাকে ছেড়ে চলে গেছে স্বামী। মানসিক বিকারগ্রস্থ বিধবা মা মিনারা বেগম, সে ও তার দুই বছরের সন্তানের মুখে দু’বেলা খাবার তুলে দিতেই তিনি বেছে নিয়েছেন কঠিনতম এ পেশা।

যদি এই তথ্য সত্য হয়, তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা পারে মেয়েটিকে এই কঠিন এবং অসম যুদ্ধ থেকে বাঁচাতে। আমরাই পারি মেয়েটিকে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমরা, উইমেন চ্যাপ্টার থাকছি মেয়েটির পাশে, আপনি আছেন তো?

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.