একুশে বইমেলা ২০২০ উপলক্ষে উইমেন চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা কয়েকটি বই নিয়ে পর্যালোচনার চেষ্টা করেছি নানাভাবে। কেউ লিখে পাঠিয়েছেন, আবার কেউ কেউ আমরা লাইভে এ নিয়ে কথা বলেছি।
এ সময়ের উঠতি নারীবাদী লেখক, সাংবাদিক বীথি সপ্তর্ষির এবারকার অনূদিত বই ‘নারীবাদী প্রস্তাবনা’ নিয়ে লেখকের সাথে আমরা কয়েকজন কথা বলেছিলাম। তাদের পরিচয় আফসানা কিশোয়ার লোচন এবং শামীম আরা নীপা।
নিচে ইউটিউব লিংকটি দেয়া হলো আপনাদের জন্য:
শেয়ার করুন: