নারীবাদীদের তো সংসার টিকে না, তোমার মধ্যে ভেজাল আছে। – না, নাই। আমার স্বামী তোমার মতো খবিশ না, তাই সংসার টিকে আছে। এইখানে নারীবাদিতা টানো কেন?
সে বুঝি খুব মহান? মাসে হাতখরচ দেয়? প্রতিমাসে বকুলের মালা? – তাইলেই মহান হওয়া যায়? এতো আহ্লাদের সময় কই? আমার হাতখরচ নিজেই যোগাই। চুল ছোটো রেখেছি, খোঁপা, বকুল অপ্রয়োজনীয়।
তুমি কি ভালবাসা চাও না? নারীবাদী মানেই রোবট হতে হবে? – ভালবেসে স্বামীর সাথে নেকুপনা করার অভ্যাস আমার নাই। নারীবাদী বলেই আমি আমার স্বামীর মতোই একটা স্বনির্ভর মানুষ।
তোমার দেখি মাথায় কাপড়, বান্ধবীর কপালে সিঁদুর। নারীবাদী হয়েও তোমরা এসব মানো? – তুমি বুঝি মোল্লা পুরোহিত? আমার মাথার কাপড়, তার সিঁদুর – এইসব হারাম খুঁজে বেড়াও নারীবাদিতায়?