‘নারীবাদী’

‘নারীবাদী’

আমেনা বেগম ছোটন:

তুমি কি নারীবাদী?
– হ্যাঁ, সেরকমই তো মনে হয়।

তাইলে তুমি কি হ্যাপিলি ম্যারেড?
– হ্যাঁ, তাই তো।

নারীবাদীদের তো সংসার টিকে না, তোমার মধ্যে ভেজাল আছে।
– না, নাই। আমার স্বামী তোমার মতো খবিশ না, তাই সংসার টিকে আছে। এইখানে নারীবাদিতা টানো কেন?

সে বুঝি খুব মহান? মাসে হাতখরচ দেয়?
প্রতিমাসে বকুলের মালা?
– তাইলেই মহান হওয়া যায়?
এতো আহ্লাদের সময় কই?
আমার হাতখরচ নিজেই যোগাই।
চুল ছোটো রেখেছি, খোঁপা, বকুল অপ্রয়োজনীয়।

তুমি কি ভালবাসা চাও না? নারীবাদী মানেই রোবট হতে হবে?
– ভালবেসে স্বামীর সাথে নেকুপনা করার অভ্যাস আমার নাই।
নারীবাদী বলেই আমি আমার স্বামীর মতোই একটা স্বনির্ভর মানুষ।

তোমার দেখি মাথায় কাপড়, বান্ধবীর কপালে সিঁদুর।
নারীবাদী হয়েও তোমরা এসব মানো?
– তুমি বুঝি মোল্লা পুরোহিত? আমার মাথার কাপড়, তার সিঁদুর – এইসব হারাম খুঁজে বেড়াও নারীবাদিতায়?

তোমরা তো বলো সেইসব পুরুষতান্ত্রিকতার ফল, পরিত্যাজ্য।
-আমাদের চাই মুক্তি। পুরুষতন্ত্রের শিকল খুলে নারীবাদের লেবাসধারী হতে আমার স্বাধীনতায় বাঁধো বাঁধো ঠেকে।

ঘরের মেয়ে বউদের উস্কানি দেয়া ছাড়া তোমরা পারোটা কী?
– পারি কে বললো? শুধু মনে করিয়ে দিই, সবাই একেকজন মানুষ। তুমি, আমি, আমরা।

তোমরা দুশ্চরিত্র।
– ডিফাইন চরিত্র প্লিজ।

তোমরা ১০ ব্যাটার সাথে ঘুরো। যার তার সাথে — ছ্যা, ছ্যা ঘেন্না।
– অত সময় তো আমাদের নাই, কাজ কর্ম আছে তো।
ব্যাটাদের সাথে আমাদের কাজের সম্পর্ক। এই তো।

একগামী হও। লাইনে আসো।
– চাইছিলাম তো, কিন্তু একগামী ব্যাটাদের সংখ্যা এতো কম, ভাগে পাইলাম না একটাও।

স্থিতিশীল সমাজে বিশৃঙ্খলা তোমরা।
– চুপচাপ বাচ্চা বিইয়ে, রান্না করতে করতে মরে যাওয়ার স্থিতিশীলতা চাও তোমরা?

না মানে, হ্যাঁ-ই তো। আমাদের মা দাদীরা কত্তো ভালো ছিল।

আমেনা বেগম ছোটন
শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.