উইমেন চ্যাপ্টার: সকাতরে ওই কাঁদিছে সকলে, শোন শোন পিতা….কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গলবারতা।
আজ সেই ভয়াল, রক্তাক্ত ১৫ আগস্ট, এই ভূখণ্ডের মানুষের জীবনের সবচেয়ে বড় কালো দিন আজ। এদিন সপরিবারে নিহত হয়েছিলেন বাঙালী জাতির ত্রাণকর্তা, প্রবাদ-প্রতিম জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ঘাতকের বুলেট সেদিন রেহাই দেয়নি তিন মাসের, ১০ বছরের শিশু থেকে শুরু করে কাউকেই। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি পরিবারকেই সেদিন ধ্বংস করা হয়নি, ধ্বংস করা হয়েছিল একইসাথে একটি জাতির ভবিষ্যতকেও। ১৯৭৫ সালের পর থেকে আজ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে গিয়ে বারবার আমরা হোঁচট খেয়েই যাচ্ছি। একাত্তরে আমরা লড়েছিলাম বিদেশি শক্তির বিরুদ্ধে, আর এখন আমরা নিজ ঘরেই লড়াই করছি প্রতিনিয়ত। স্বাধীনতার ৪২ বছর পরও যখন আমাদের ঘাড়ে নি:শ্বাস ফেলছে ধর্মীয় উগ্রগোষ্ঠীরা, হাতের মুঠোয় আমাদের প্রাণ আজ বিপন্ন, তখন সত্যি সত্যিই আমাদের প্রয়োজন সেই সে পিতার, যিনি আমাদের পথ দেখাবেন, হাত ধরে নিয়ে যাবেন নতুন সূর্যের সকালে, যিনি দৃঢ়কণ্ঠে শোনাবেন তাঁর অমর-অজর কবিতাখানি…
…এবারের সংগ্রাম, শত্রুমুক্ত নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম, এবারের সংগ্রাম, জামাত-মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার সংগ্রাম, এবারের সংগ্রাম, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মহান নেতাকে।