জাতীয় শোক দিবসে গণজাগরণ মঞ্চের দিনব্যাপি কর্মসূচী

bongobondhuউইমেন চ্যাপ্টার ডেস্ক: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দিন ও জাতীয় শোকদিবসকে সামনে রেখে দিনব্যাপি কর্মসূচী ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের মূল উদ্যোক্তা ‘ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক’ এর ফেসবুক পেইজে তাদের আগামীকালকের কর্মসূচি সম্বলিত এক পোস্টে জানানো হয়, সকাল ৭ টায় মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দর ধানমন্ডির ৩২ নাম্বারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে দিনব্যাপি কর্মসূচী শুরু হবে।

এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর দুর্লভ কিছু আলোকচিত্র প্রদর্শনী ‘উদিত সূর্য’ এর উদ্বোধন করা হবে। শাহবাগ প্রজন্ম চত্ত্বরের এই প্রদর্শনীটি চলবে রাত দশটা পর্যন্ত।

আলোকচিত্র প্রদর্শনী চলাকালীন সময়েই সন্ধ্যা সাতটায় একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করবে গণজাগরণ মঞ্চ। ‘বঙ্গবন্ধুকে নিবেদিত পঙক্তিমালা’ নামক বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, সাহিত্য ও কবিতার সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটিও রাত দশটায়ই শেষ হবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যূষে একদল তরুণ সেনা কর্মকর্তা ট্যাঙ্ক দিয়ে বঙ্গবন্ধুর ধানমণ্ডিস্থ বাসভবন ঘিরে ফেলে তাঁকে হত্যা করে। সেদিন তাঁর পরিবার এবং ব্যক্তিগত কর্মচারীদেরকেও হত্যা করে হত্যাকারীরা।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.