সরিয়ে ফেলা হচ্ছে উন্নয়নের সাফাই ‘বিলবোর্ড’

Billboard Sahbaghউইমেন চ্যাপ্টার ডেস্ক: সরকারের উন্নয়ন কর্মকাণ্ড-সংবলিত বিলবোর্ডগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তবে কার নির্দেশে সরানো হচ্ছে এই বিলবোর্ডগুলো সেটা স্পষ্ট করেনি আওয়ামী লীগ।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের কাছে ‘রাজধানীতে সরকারের উন্নয়ন সংবলিত বিলবোর্ড সরানো হচ্ছে কি-না’ জানতে চাইলে তিনি বলেন, ‘দুই-একদিনের মধ্যেই সব বিলবোর্ড সরিয়ে ফেলা হবে। কারণ যে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি ছিল তাঁর মেয়াদ দুই-একদিনের মধ্যেই শেষ হবে।’

এ বিষয়ে বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদকের বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, ‘আমরা খবর পেয়েছি, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। আমরা জানতাম, তারা সরাবে। কারণ, অধিকাংশ জায়গায় অবৈধভাবে এই বিলবোর্ড দেওয়া হয়েছে।’

আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টের বিলবোর্ড থেকে ব্যানার সরিয়ে ফেলা হবে উল্লেখ করে এ কাজে নিয়োজিত কর্মীরা সাংবাদিকদের বলেন, ‘আমাগো মালিকরা কইছে বিলবোর্ড সরাইতে। আমরা কাজ করতাছি।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘কার নির্দেশে বিলবোর্ড সাঁটানো আর কার নির্দেশে সেগুলো সরানো হচ্ছে, সেটা আমি জানি না।’ তিনি যোগ করে বলেন, এগুলো সরানো হচ্ছে কেন, ভালোই তো লাগছিল!

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.