আদিলুরের রিমান্ড স্থগিত

Adilur_rahman_khanউইমেন চ্যাপ্টার ডেস্ক: আদিলুর রহমান খান শুভ্রের রিমান্ড স্থগিত করেছে হাই কোর্ট।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সেক্রেটারি আদিলের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কাশিফা হোসেনের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

আদেশে বলা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে পুলিশকে তা করতে হবে কারাফটকে।

এর আগে রোববার মহানগর হাকিম আদালত হেফাজতের সমাবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের ব্যাখ্যা চাওয়ার জন্য ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছিলেন।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.