উইমেন চ্যাপ্টার ডেস্ক: বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস ৬-৬ (৭/৩), ৬-৪ গেমে আগ্নিয়েস্কা রাদোয়ান্সকাকে হারিয়ে শনিবার ডব্লিউটিএ টরেন্টো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। সেখানে তিনি লড়বেন সোরানা কিরস্টিয়ার সাথে। অন্যদিকে মনট্রিয়েলে রজার্স কাপের সেমি ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল।
এ নিয়ে রাদোয়ানস্কার বিপক্ষে ষষ্ঠ জয় পেলেন আমেরিকান তারকা সেরেনা। এর আগে পোলিশ তারকার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন গত বছরের উইম্বলডন ফাইনাল ও সম্প্রতি মিয়ামির সেমি ফাইনালে।
সেরেনার পরবর্তী প্রতিপক্ষ রোমানিয়ার কিরস্টিয়া। তিনি চীনের চতুর্থ বাছাই লি নাকে ১-৬, ৬-৭ (৫/৭) গেমে হারিয়েছেন। লি নার বিপক্ষে জেতায় ২.৪ মিলিয়ন ডলারের হার্ডকোর্ট টুর্নামেন্টে শিরোপা জয়ের আশা জিইয়ে রাখলেন কিরস্টিয়া। ফাইনালের পথে এই রোমানিয়ান হারিয়েছেন ফেভারিট ক্যারোলিন ওজনিয়াকি, জেলেনা জাঙ্কোভিচ ও বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকে।
এদিকে নাদাল ৬-৪, ৩-৬, ৭-৬ (৭-২) সেটে হারিয়েছেন জোকোভিচকে। এর বছর জোকোভিচের সাথে তিনটি খেলায় মুখোমুখি হন নাদাল। এর মধ্যে দুটোতেই জয় পান। অন্য আরেকটি সেমি ফাইনালে মিলোস রাওনিচ কানাডার ভাসেক পসপিলিসকে ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন।