উইমেন চ্যাপ্টার ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
একাত্তরে হত্যা, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যাকান্ড, নির্যাতনের দায়ে জামায়াতে ইসলামীর এই নেতাকে গত ১৭ জুলাই মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল-২।
মুজাহিদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম রোববার আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দেন।
জমা দেয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি তুলে ধরে মুজাহিদের খালাস চেয়ে তারা ৯৫ পৃষ্ঠার আপিল জমা দিয়েছে। সাথে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্রও জমা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এতে অ্যাডভোকেট অন রেকর্ড হিসাবে রাখা হয়েছে জয়নুল আবেদীন তুহিনকে।
মানবতাবিরোধী সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ঘটনায় মুজাহিদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এ আসামির মৃত্যুদণ্ড দেয়া না হলে ন্যায়বিচার হবে না।
প্রথম অভিযোগে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে অপরণের পর হত্যা এবং ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয়। একই রায় হয় সপ্তম অভিযোগে, ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা-নিযার্তনের ঘটনায়।