#মিটু’র পরে টিশার্ট মুভমেন্ট, কাছা খুলে গেল দেখছি!

সরিতা আহমেদ:

বিতর্কের অবকাশ নেই, তবু নিন্দুকেরা বাজে বকবেই।
তবে সত্যিটা হলো, কঠিন সত্য জিনিস সয় না। ভিক্টিম ব্লেমিং করে করে ছেলেরা মেয়েদের এতোকাল তাদের সাজপোশাক ইত্যাদিতে নেগেটিভ এলিমেন্ট বলে ‘জাজ’ করিয়েছে সবার কাছে, তার একটাই কারণ ছিল মেয়েরা লজ্জায় মুখ খুলবে না।
এবার যখন মেয়েরা প্রমাণসহ মুখ খুলে বলতে শুরু করলো ” হ্যাঁ, আমিও ভিক্টিম হয়েছি এই এই ভাবে, ওমুক তমুকের দ্বারা” তখন আবারও পাঁকে পড়ে ছেলেরা বাজে বকুনি দিয়ে মেয়েদেরকেই মিথ্যুক বলতে শুরু করলো, যা অচিরেই উলটে তাদের গায়েই শেম-শেম গন্ধ লাগালো।

আজও যখন টি-শার্টে নিজেদের নিরাপত্তার জন্য মেয়েরা একটা নিজস্ব অভিনব মুভমেন্ট শুরু করল, তখনও ছেলেদের ফাটছে।
আসলে গুখেকো বলদ জানে যতই “আমি খাই না আমি খাই না” বলে হাম্বা ডাকুক না কেন দিনের শেষে তার গা থেকে গন্ধ বেরোবেই বেরোবে!
সুতরাং কুত্তা (সারমেয়প্রেমীরা প্লিজ খেপবেন না, ইহা পাতি প্রবাদমাত্তর) ভুকতে থাকুক, রানীরা মাথা উঁচু করে হাঁটতে থাকুক।

কারণ একটা স্বাধীন প্রজাতি হিসেবে মেয়েদের শরীর-মনের দায়িত্ব মেয়েদেরকেই নিতে হয়, নইলে যে যখন খুশি ‘ইজ্জত লুটে নেবে’ বলে সমাজের ঠিকাদার ভয়তন্ত্র আমাদের শিখিয়েছে।

তা ঠিক আছে এভাবেই মেয়েদের মুখের শেকল খুলতে থাকুক। যত মুখ খুলবে দুনিয়াটা তত বাসযোগ্য হবে।

ফেসবুকে বাজে না বকে বরং ছেলেরাও পালটা মুভমেন্ট গেঞ্জি পরুক –
* “আমি গা-হাত-পা এবং নিজ মাল নিজ দায়িত্বে ও নিয়ন্ত্রণে রাখতে পারি।”
** “মেয়ে দেখলেই আমারটা দাঁড়ায় না। নিশ্চিত থাকুন।”
** “ধর্ষণমুক্ত পৃথিবী গড়তে মেয়েদের সাথে আমিও (নব্য মি_টু) ইচ্ছুক।”
*** “আমি জাতিতে পুরুষ, তবে ♂ তন্ত্রের ধারকবাহক নই।”

বলি, যুগ তো পাল্টাচ্ছে নাকি, বয়স তো বাড়ছে নাকি … কতদিন আর মেয়েদের দিকে ট্যারা (‘আঁ-আঁ-আঁখ মারে’ স্টাইলে না হলেও) চোখে খিল্লী ভেংচিতে তাকাবে ধেড়ে খোকারা!
এবার একটু সাহস দেখাও দিকি।

অনেক তো চেঁচালে ‘সব আমরা আমি নই (!)’ তা কেউ মানছে না যখন তখন একটা বিপ্লব তো কত্তেই হয় কোনও এক সকালে।
নইলে রগুবীরও রক্কা কত্তে পারবে না!
অতএব নারী টিশার্টের পাল্টা পুংগেঞ্জীর তক্কালংকার ফ্যাশানে ইন হোক বুদ্ধিGB স্টাইলে।

খেলা জমে যাবে কিনা জানি না, তবে এসব চোখে পড়লে শিক্ষিত (?) সমাজের জগদ্দল ট্যাবুগুলো কিছুটা ধাক্কা তো খাবেই।

#সেয়ানে_সেয়ানে_তক্ক_চলুক

ফিলিং:—
সাহস হবে কত দিনে?
ও মোদের মানিকছেলেদের মনে!!

শেয়ার করুন: