পাকিস্তান ও আফগানিস্তানে বোমা হামলা, নিহত ২২

Pakistan Bomb Eidউইমেন চ্যাপ্টার ডেস্ক: পাকিস্তানের কোয়েটায় আজ এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে বৃহস্পতিবার বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
পাকিস্তান থেকে পাওয়া খবরে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি মসজিদের বাইরে বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, মুসুল্লিরা ঈদের নামাজ শেষে বেরিয়ে আসার সময় এই হামলা হয়।
অন্যদিকে, আফগানিস্তানে ঈদের দিন পরিবারের মৃত সদস্যের কবর জিয়ারত করতে এসে বোমা হামলার শিকার হয়েছে এক আফগান পরিবার। এতে নারী ও শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের এক গ্রামীণ এলাকায় মর্মান্তিক এ হামলার ঘটনা ঘটে। নিহতদের প্রায় সবাই এক পরিবারের সদস্য।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.