ব্রিটিশ কিশোরীকে বাল্য বিয়ে থেকে রক্ষা

marriage n lawউইমেন চ্যাপ্টার: সিলেটে বাংলাদেশী বংশোদ্ভুত এক ব্রিটিশ কিশোরীকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

বিবিসি বাংলার এক খবরে বুধবার একথা জানানো হয়। ১৭ বছর বয়সী ঐ কিশোরীকে তার পরিবার জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল।

বাংলাদেশী বংশোদ্ভুত ওই ব্রিটিশ কিশোরী র‍্যাবের কাছে ক্ষুদেবার্তা বা এসএমএস করে নিজেকে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করেছেন।

জেলার একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, সিলেটের শাহপরান থানার ইসলামপুর এলাকায় ১৭ বছর বয়সী ওই কিশোরীকে জোর করে তার অমতে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তার পরিবার। বিয়েতে রাজি না হওয়ায় ওই কিশোরীকে একটি বাড়িতে আটকে রেখেছিল তার পরিবার।

বিয়ে করার জন্য কিশোরীর ওপর তার পরিবার থেকে চাপও সৃষ্টি করা হচ্ছিল। এসময় আটক কিশোরীটি বুদ্ধি করে র‍্যাবের কাছে একটি এসএমএস পাঠায়। পরে র‍্যাব ও ব্রিটিশ হাইকমিশনের একটি দল গিয়ে সোমবার রাতে তাকে উদ্ধার করে।

উদ্ধারকৃত ঐ কিশোরী এখন ব্রিটিশ হাইকমিশনের হেফাজতে রয়েছেন।

এই ঘটনায় কিশোরীটি শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.