উইমেন চ্যাপ্টার: সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য কে এম হেমায়েতউল্লাহ্ আওরঙ্গজেবের কুলখানি আগামীকাল মঙ্গলবার।
এ উপলক্ষে মঙ্গলবার বাদ আছর তার হাতিরপুলের পুকুরপাড় নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দোয়া মাহফিলে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তার সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুরাগীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
গত শনিবার বিকালে সাবেক সাংসদ আওরঙ্গ তার নিজ নির্বাচনী এলাকা শরিয়তপুর যাওয়ার পথে মাওয়া সড়কে খানবাড়ির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই ভয়াবহ দুর্ঘটনায় তার আরো পাঁচজন সফরসঙ্গীও নিহত হন। তার গাড়িচালক এখনও আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর হলি-ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।