প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

hasina-khaledaউইমেন চ্যাপ্টার ডেস্ক: আসন্ন রমজানের ঈদ উপলক্ষ্যে ঈদ কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

সোমবার বেলা সাড়ে ১২টায় শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড সংসদ ভবনের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন। বিরোধী দলীয় নেতার পক্ষে কার্ডটি গ্রহণ করেন তাঁর সহকারী একান্ত সচিব সুরুতুজ্জামান।

শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা কার্ডের জবাবে বিরোধী দলীয় নেতাও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। দুপুর দেড়টায় বিরোধী দলীয় নেতার ঈদ কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর প্রটোকল অফিসারের কাছে পৌঁছে দেন খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব।

সরাসরি দেখা না হলেও প্রতি ঈদের আগে তারা কার্ড পাঠিয়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন তাঁরা।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওমরাহ পালনের জন্য বর্তমানে মক্কায় অবস্থান করছেন। আগামী ৭ আগস্ট তিনি দেশে ফিরবেন।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.