#MeToo: আবৃত্তিকার মাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ

উইমেন চ্যাপ্টার:

দেশে #MeToo মুভমেন্টে একের পর এক মেয়ে এখন মুখ খুলছে। এই স্রোত কোথায় গিয়ে ঠেকবে আন্দাজও করা যাচ্ছে না। তবে একে একে খসে পড়ছে সব মুখোশ। সমাজে সুপরিচিত বা বিখ্যাত লোকদের বিরুদ্ধে অভিযোগগুলোই প্রাধান্য পাওয়ায় অন্য মেয়েরা যারা সাধারণের দ্বারা নিগৃহীত হয়েছে বিভিন্ন সময়ে, তারাও বলতে চাইছে তাদের কথাগুলো। আশা করি, ধীরে ধীরে সব প্লাটফর্মই উন্মুক্ত হবে সত্য প্রকাশে। মেয়েরা সাহসী হয়ে এগিয়ে আসছে, এটাই আমরা যারা দীর্ঘদিন ধরে মেয়েদেরকে মুখ খোলার জন্য বলে এসেছি নানাভাবে, তাদের অর্জন। তাদের পাশে থাকতে হবে যেকোনো উপায়ে। যেন মানসিক ও সামাজিকভাবে মেয়েগুলো নিজেকে অসহায় বা একা না ভাবে।

এবারে জনপ্রিয় আবৃত্তিকার মাহিদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন জাকিয়া সুলতানা মুক্তা। তিনি নিজের টাইমলাইনে যা লিখেছেন, তা উইমেন চ্যাপ্টারের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো হুবহু।

সর্বপ্রথম হলিউডে যখন ‘মি টু মুভিমেন্ট’ শুরু হলো আমি আমার জীবনে ঘটে যাওয়া ভীষণ অশান্ত একটা সময়ের কথা মনে পড়ে যায়। আমি বিভ্রান্ত হই, বিচলিত হই!

এরপর যখন বলিউডে তনুশ্রী দত্ত এই উপমহাদেশের একজন হিসেবে সর্বপ্রথম তার জীবনের ‘মি টু’ শেয়ার করে, আমি আশান্বিত হই আমার কথাগুলো বলার সম্ভাবনা অনুধাবন করে। কিন্তু নিজের কথাগুলো বলার সাহস অর্জন করতে পারিনি তখনও পর্যন্ত!

অপেক্ষা করতে থাকি~
কেউ কি নেই এই দেশে যে কিনা এই মুভমেন্ট শুরু করবে এখানে, যাতে অন্যরা সাহস পায় মুখ খোলার সাহস অর্জন করতে পারে।

প্রিয়তি যখন প্রথম মুখ খুললো, আমি ভীষণ অনুপ্রেরণা পেলাম মুখ খোলার।
কিন্তু পর্যাপ্ত সাহস তবুও নিজের মনে তৈরি করতে পারলাম না, কারণ আমার নিজের যে সামাজিক অবস্থান সেখানে থেকে এবং একটা মফস্বলে থেকে তার পরবর্তী ধাক্কাটা সামলাতে পারবো কিনা বুঝতে পারছিলাম না।

আমার অপেক্ষার প্রহর বাড়লো!
এরপর সীমন্তি মুখ খুললো, সে_ও দেশের বাইরে থাকে। তবুও কী ভীষণ সামাজিক ব্যবচ্ছেদ তার ও তার পরিবারকে নিয়ে!
আমি পিছু হটে গেলাম মানসিকভাবে।
তুমুল মানসিক দ্বন্দ্বে বিপর্যস্ত আমি মেনে নিতে পারছিলাম না নিজের প্রেষণার এই থমকে দাঁড়ানোর অবস্থাটা নিয়ে।

শেষ পর্যন্ত বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে যখন লিখতে বসলাম, অনেকখানি লিখেওছি, এই অবস্থায় আমার শুভাকাঙ্ক্ষীরা যারা ঐ মুহুর্তে আমার পাশে ছিলো তারা ভীষণভাবে আমাকে বাধা দিলো। আমি পোস্ট করা আর লিখলাম না।

এরপর গতকাল চোখে পড়লো আসমাউল হুসনাসহ আনিক নামের একটা ছেলের ‘মি টু’!

এরা একজন তো সরাসরি দেশে অবস্থান করেও ব্যাপক সেলিব্রেটি প্রকাশকের বিরুদ্ধে মুখ খুললো এবং আরেকজন ছেলে হয়েও তার ‘মি টু’ শেয়ার করে জানান দিলো এই আন্দোলন কেবল মেয়েদের না, এই আন্দোলন সবার।

যাই হোক,
আমার দ্বিধা অনেকখানিই কাটলো।
আমি চাইলাম আমার কথাগুলো এবার বলতে। কিন্তু ভীষণ বাধা আসলো আবারও পরিবার থেকে এই বিবেচনায় যে, এই সমাজ এখনও ম্যাচিউর ও সেন্সেটিভ সমাজ নয়।

আমি মানতে পারলাম না বিষয়টা। অসম্ভব হতাশায় ছটফট করছিলাম সারাটা রাত।

এর মাঝে আমাকে ইনবক্সে আর আমার করা একটা হতাশাপূর্ণ পোস্টে অনেকেই সমর্থন করে সাহস যোগায় সাহসী পদক্ষেপ নিতে। সাহস করে মুখ খুলতে। কৃতজ্ঞতা প্রতিটি সজ্জন প্রিয় মানুষগুলোর প্রতি।

আমি আর বিভ্রান্ত থাকতে চাই না।

আমার এই পোস্টে আমার সাথে ঘটে যাওয়া অভব্যতার কথা আমি প্রকাশ করতে চাই।

তখন আমি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী, আবৃত্তি সংগঠন সংবৃতার সপ্তম কর্মশালায় বেশ কয়েকজন বন্ধু-বান্ধবীর সাথে যুক্ত হয়েছি আরেক বন্ধু Apple Ashraf Shiddik এর আমন্ত্রণে।

মাহিদুল ইসলাম

প্রথমদিন মাহিদুল ইসলাম, যে কিনা সংগঠনটির প্রধান কারিগর!
তার ব্যাপক নীতিবাক্য আর মুগ্ধ করা বক্তব্য এবং ব্যক্তিত্বের ভারে বিগলিত আশপাশ দেখে বোকা হয়ে গেলাম।
আমার ষষ্ঠ ইন্দ্রিয় অন্য সিগন্যাল দিলো, লোকটাকে আমার প্রথম থেকেই কেন জানি না ভালো লাগলো না। কিন্তু আমার বন্ধুরা খুব উচ্ছ্বসিত তার ব্যাপারে, শুধু তারা কেন; মোটামুটি সবাই।
আমি বিভ্রান্ত নিজের বিবেচনা নিয়ে। কিন্তু প্রথমদিন ভালো অনুভূতি না হওয়ায় সংগঠনের অন্যান্যদের সাথে আমি মানসিকভাবে একাত্ম হতে পারছিলাম পুরো কর্মশালাজুড়েই!

যাই হোক~
সময় গেলো, আমার অস্বস্তি বাড়ে। আমি আমার বন্ধুদের অস্বস্তিগুলো শেয়ার করতে থাকি। কিন্তু তারা সেসব আমার অতি কল্পনা বলে উড়িয়ে দেয়। মাহিদুল ইসলাম সবার কাছে যেন পীর জাতীয় কিছু, তাকে নিয়ে এমন সংকীর্ণ ভাবনা ভাবাটা আমার ভাবনার সীমাবদ্ধতা বলে বোঝাতে চাইলো আমার আশপাশ।
আমিও একটু একটু করে বিভ্রান্ত হতে থাকলাম, কিন্তু মন থেকে মানতে পারছিলাম না আমার পর্যবেক্ষণ ভুল। মৃদু করে হলেও আমি বলতে থাকলাম, এড়াতে চাইলাম সংগঠনের সাথে কোনরূপ ঘনিষ্ট সহচর্য সৃষ্টির ব্যাপারে।

কর্মশালা শেষে আমি প্রথম বলে ঘোষিত হলাম এবং সংগঠনটির নিয়মানুযায়ী প্রথম তিনজনের পরবর্তী কর্মশালার সবার সামনে মঞ্চে আবৃত্তি করার প্রেক্ষাপটে আমাকে এবং আমার আরও দুই সতীর্থকে মাহিদুল ইসলাম কবিতা কোনটা পড়বো তা নির্বাচন করে দিবে জানানো হলো।
কিন্তু সেই মঞ্চে যারা পড়বে বলে নির্ধারণ করা হলো, তাদের মাঝে আমি আছি, দ্বিতীয় হওয়া সাথী নামের একটা নিরীহ মেয়ে আছে এবং তৃতীয় হওয়া আমারই ছোটবেলার বান্ধবীকে বাদ করে দিয়ে চতুর্থ স্থান অধিকারী Romzanul Haque ভাইকে।

আমার সন্দেহ বাড়লো, আমি জানালাম আমার কেন তৃতীয়কে বাদ দিয়ে চতুর্থকে নির্বাচন করা হলো?
আমাকে একা কোন ফাঁদে ফেলবে নাকি!
আমার বান্ধবীরা তখন মাহিদুল ইসলামকে এতটাই শ্রদ্ধার চোখে বিবেচনা করে যে, আমার বক্তব্যকে তারা এক লহমায় অতিকল্পনা বলে উড়িয়ে দিলো।

এরপর দিন Tuhin Hossain ভাইয়াকে দিয়ে মাহিদুল ইসলাম যখন আমাকে খবর পাঠালো, প্রোগ্রাম পরেরদিন এবং ভাইয়ের যেহেতু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সময় নাই তাই দুপুরের দিকে আমি যাতে তার ব্যক্তিগত অফিসে গিয়ে কবিতাটা বুঝে নিয়ে আসি।
আমি সাথে সাথে প্রত্যাখ্যান করলাম এ জাতীয় কোন আমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে সম্ভব না।

কিছুক্ষণ পর ভাইয়াকে দিয়ে আবারও আমাকে ফোন করানো হলো এটা জানিয়ে যে, অফিসে যাওয়ার আমন্ত্রণ কেবল আমাকে একা করা হয়নি। নির্ধারিত তিনজনকেই ডাকা হয়েছে। আমি জানি না কথাগুলো জেনে বুঝে তুহিন ভাই সেদিন বলেছিলো কিনা!
মানুষটাকে আমি এখনও বিশ্বাস করি নিরীহ বোকা মানুষ হিসেবে, কিন্তু সত্যট তিনি নিজেই বলতে পারবেন।

যাই হোক, আমি এবারেও অফিসে যেতে অস্বীকৃতি জানালে ভাইয়া আমাকে সরাসরি মাহিদুল ইসলামের মোবাইল নাম্বার দিয়ে আমার না যেতে চাওয়ার কথা জানাতে পরামর্শ দিলেন। আমি লোকটাকে ফোন দেয়ার কোন প্রয়োজন মনে করলাম না এবং আমার ঘন্টাখানেক কোন প্রতিক্রিয়াহীন নিরবতার পর, তুহিন ভাইয়ের শেষ কলটা আসলো।

আমাকে জানানো হলো মাহিদুল ইসলাম বিশ মিনিটের জন্য সন্ধ্যার পর টিএসসিতে আসবে শত ব্যস্ততাকে বাদ দিয়ে কেবল আমার গোয়ার্তুমির কারণে, কারণ সংগঠনটা তার তৈরি! নতুন হিসেবে আমার সংগঠনের প্রতি সেই কমিটমেন্ট না থাকলেও, সেতো এই সংগঠনের প্রতিষ্ঠাতা!!

আমাকে এবং অন্যদেরকেও ইতিমধ্যে জানানো হয়েছে শিডিউল, সুতরাং আমি এবার আসবো কিনা?
আমি আবার আমার বন্ধুদের দ্বারস্থ হলাম না যাওয়ার জন্য সমর্থন পাওয়ার আশায়, কিন্তু তারা আমাকে এ ধরনের হীনমন্য চিন্তা করে না উপস্থিত হয়ে লোকটাকে অপমান না করতে পরামর্শ দিলো উলটো।
শুধু আমার সেসময়কার বন্ধুকে এবং বর্তমানে আমার জীবনসঙ্গী Kiron S. Kundu কে পরামর্শ দিলো টিএসসির আশেপাশে থাকতে।

আমি গেলাম টিএসসিতে, আমাকে যে রুমটা তুহিন ভাই এবং Mustafa Sarwar Nitol সেদিন অনুশীলনের জন্য নির্ধারণ করা আছে বলে জানালো সেই রুমটা কর্মশালা চলার সময়ে কোনদিনই আমাদের জন্য নির্ধারিত ছিলো না! আমি দ্বিধান্বিত বোধ করে কিছু বলার আগেই জানানো হলো আমি একা নই, সাথীও উপরে যাবে আমার সাথে অনুশীলনের জন্য।
রমজান ভাই নেই কেন জানতে চাইলে আমাকে জানানো হয়; তিনি নাকি আগেই অফিসে গিয়ে কবিতা বুঝে নিয়ে এসেছে!

আমি এরপর টিএসসির তৃতীয় তলায়(জনতা ব্যাংকের পাশের সিঁড়ি দিয়ে) সেই রুমের দিকে যাই। গিয়ে দেখি সাথী রুমে বিছানো পাটিতে এক কোণায় বসে আছে এবং রুমের অপর প্রান্তে মাহিদুল ইসলাম চেয়ারে বসে আছে। আমাকে রুমে ঢোকার পর সাদর অভ্যর্থনায় সম্ভাসিত করলো সে এবং জানালো~
আমি নাকি এই আবৃত্তই অঙ্গনে সব চাইতে সম্ভাবনাময়ী কন্ঠস্বর!
আমার মাঝে সে তার মতন প্রতিভা দেখতে পায়। সে আমাকে এমন আবৃত্তির টেকনিক শেখাবে, যা অনন্য এবং অতুলনীয়।

আমি ভীষণ অস্বস্তি নিয়ে ঢুকেছি এবং এসব কথা শুনে আমার অস্বস্তি আরও কয়েক ধাপ বেড়ে গেলো। খেয়াল করছিলাম~
পাশেই দ্বিতীয় হওয়া সাথীকে সে কোন গোনাতেই ধরছে না এবং সুযোগ বের করে ওকে ব্যাপক তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছে।
আমি এবার বিচলিত বোধ করলাম।

আমাকে সে একটার পর একটা কবিতা দিয়ে আবৃত্তি করে যেতে বলছিলো~
যেসব ছেলেদের আবৃত্তি করার মতন কবিতা, মেয়েদের নয়।

যেখানে নারী দেহের বর্ণনা করা আছে, যৌনতা আছে, কামনা-বাসনার কথা ছেলেদের পয়েন্ট অব ভিউ থেকে বলা আছে সেসব আবৃত্তি করতে বলা হচ্ছিলো।
আমি এবার রীতিমতন ভয় পেলাম, দাঁড়িয়ে আবৃত্তি করার সময় সেদিন আমার ভয়ে হাঁটু কাঁপছিলো।
আমার মনে হচ্ছিলো- কখন মুক্তি মিলবে!
কিছুতেই আবৃত্তি করতে পারছিলাম না ঠিকঠাক!

কিন্তু ভয়ানক প্রশংসার বাক্যে ভেসে যাচ্ছিলাম, আর সাথী বেচারা খুব ভালো আবৃত্তি করা সত্ত্বেও ওকে চরম অপমান করা হচ্ছিলো একের পর এক বাক্যবাণে!

শেষ সিদ্ধান্ত হলো~
আমি পড়বো ‘বারবারা বিডলার’ বা এই জাতীয় কী একটা কবিতা, যেটা Shamsu Doha মঞ্চে খুব ভালো পড়েন।
আর সাথী পড়বে স্বাধীনতা নিয়ে একটা কবিতা।

আমাকে তার পায়ের কাছে ডেকে নিয়ে গালে হাত বুলিয়ে আশীর্বাদ(!) করে দিলো, আর সাথীকে রুমের বাইরে গিয়ে একশ বার ওর কবিতাটা চিৎকার করে অনুশীলন করতে নির্দেশ দিলেন।

এদিকে সাথী বাইরে গেলে, আমাকে ভীষণ উঁচুস্বরে কবিতাটা ততক্ষণ পর্যন্ত বেশ কয়েকবার আওড়াতে বললেন একের পর এক, যার ফলে রীতি মতন আমি হাঁপাচ্ছিলাম!

এবার থামতে বলে আমার দিকে সহানুভূতির স্বরে কথা বলতে বলতে এগিয়ে এলেন যে, চিৎকার আমি হাঁপিয়ে উঠেছি দেখে তার খারাপ লাগছে।

সে নাকি আমাকে এমন টেকনিক শিখিয়ে দিবে, যাতে যতই উঁচু স্বরে আমি আবৃত্তি করি না কেন আমার কোন কষ্ট হবে না!

তার চেয়ার ছেড়ে এগিয়ে আসাটা আমার স্বাভাবিক না মনে হওয়ায় আমি নিজের মধ্যে কুঁকড়ে গিয়েছিলাম সাথে সাথেই, কোনরকম নিরাপত্তা বলয় নিজের মাঝে সৃষ্টি করার আগেই সে আমার ধাঁধ দু’হাত দিয়ে আঁকড়ে ধরে নিজের দিকে টান দেয়। আমি শুধু ক্ষিপ্র প্রতিক্রিয়ায় আমার দু’টো হাত দিয়ে আমার মুখ আর শরীরের সামনের অংশ আড়াল করতে সক্ষম হলাম প্রথমে।

এরপর সে শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করলে কিছুতেই যখন আমি আমার মুখ থেকে হাত সরাচ্ছিলাম না, তখন মাথায় একটা চুমু খেয়ে আরও শক্ত করে আমাকে ধরার চেষ্টা করে।

আমি তখন চিন্তাশূন্য, আপ্রাণ শক্তি দিয়ে আমি মুঠোবদ্ধ করলাম দু’টো হাত মুখ থেকে সরিয়ে এবং ঠেলে সরিয়ে দিতে চাইলাম শুয়োরটাকে।
কিন্তু আমার শারীরিক সক্ষমতা বদমাশটাকে সরিয়ে দিতে না পারলেও, ঐ মুহূর্তে সাথীর কাকতালীয় উপস্থিত হওয়াটা আমাকে আরও বড় কোন যৌন নিগ্রহ থেকে বাঁচিয়ে দিয়েছিলো সেদিন।

দরজায় সাথী ভেতরে ঢোকার জন্য নক করলে, সেদিন আমি ওই পিশাচটার কাছ থেকে নিস্তার পেয়েছিলাম। এর কিছুক্ষণ পর তুহিন ভাই আর নিটোল ভাই রুমে চলে আসলে, ইতরটা স্বাভাবিক সুন্দর কথাবার্তায় আমাকে বিদায় জানালে আমি কিছু না বলে নীচে নেমে আসি।

ফেরার পথে কিরণ আমাকে এগিয়ে দেয়ার সময়ও আমি মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না কী হয়েছে একটু আগে আমার সাথে, কেবল নির্বাক হয়ে চুপচাপ বাসায় ফেরার বাসে চিড়েছিলাম সেদিন।

এর মাঝে আমার কাছে শয়তানটা একটা মেসেজ করে, আমি ভেবেছিলাম সে দুঃখপ্রকাশ করবে নিজের কৃতকর্মের জন্য!

না! ভুল ভেবেছিলাম আমি!
সে মেসেজে লিখে পাঠিয়েছিলো~

‘কেমন অনুভূতি হয়েছে তোমার?’

অপমানে-অক্ষম রাগে-তীব্র ক্ষোভে আমি যখন হু হু করে কান্না করে উঠি, আমার হাত থেকে মোবাইলটা নিয়ে সর্বপ্রথম আমার উপর হয়ে যাওয়া অন্যায়টা জানতে পারে কিরণ!

তাই আজকে তার সমর্থনটা আমার জন্য জরুরি ছিলো।

এই প্রতিবাদ অনেক আগেই করতে পারতাম, কিন্তু সেই ইতিহাস আজকে আর টানলাম না।

শুধু আমার #metoo আমি জানাতে সাহস করলাম।
আমি চাই না কোন অনিচ্ছুক মানুষকে তার সায় ব্যতীত কোন ধরনের যৌন অভব্যতার শিকার হতে হোক।
কোন মেয়েকেও না, ছেলেকেও না, ট্রান্স জেন্ডারের কাউকেও না, তৃতীয় লিঙ্গের কাউকে না, শিশু-কিশোর-বৃদ্ধকেও না!

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.