সিস্টেমের সমালোচনা মানেই রাজাকার? স্বাধীনতাবিরোধী?

সালমা লুনা:

তার মানে কেউ এইদেশে সিস্টেমের বিরুদ্ধে কথা বলতেই পারবে না?
বললেই সে জামাত?
সে রাজাকার আর স্বাধীনতার চেতনা বিরোধী? সমালোচনা করলে, সরকারের কোন অন্যায় অনিয়মের প্রতিবাদ করলেই সে সরকার ফেলে দিতে চায়?
এতো ডর নিয়ে কীকরে ঘুমান!

ভাইরে, সরকার কি চিরজীবন একদলই চালায়? ক্ষমতা এক দলের কাছেই থাকে? ক্ষমতা কি অক্ষয়?
আপনার পছন্দের দল ছাড়া আর কেউ কোনদিন ক্ষমতায় আসতেই পারবে না?

তাহলে আপনার পছন্দের দলকে সঠিক পথে আপনারাই চালান না। পরামর্শ দিন। ভালো ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করুন। অন্যায় অনিয়ম করতে রুখে দিন।
ঠিক বলেছেন, আপনাদের মতো সুসভ্য আমরা না। আমরা গালি কোথাওই দেই না সন্তানরা শিখবে বলে। নিজে গালি দিয়ে আশাও করিনা আমাদের সন্তানরা শিখবে না। আমাদের সন্তানরা গালি শিখেছে আপনাদেরই কাছে। কারণ আপনারা গালি দিয়ে বলেন, “আমরা দিলেই বাচ্চারা দিবে কেন?” এভাবেই মনের সুখে আঁশ মিটিয়ে গালি দিয়ে গেছেন। ভবিষ্যতের কথা ভাবেননি। ওরা আপনাদের থেকে গালিটা শিখলেও আপনাদের মতো তেল মাখা তো শিখেনি। তাইতো সহপাঠীর রক্তের সাথে বেঈমানিটা করতে পারেনি।

আমরা তাই ওই বাচ্চা ছেলেগুলো যা-ই করছে তাতেই সমর্থন দিচ্ছি।
নাহ্ কোন ভয়ই পাই না।
ওরা যদি ক্ষমতাসীনের ত্রুটি ধরিয়ে দিতে পারে, তবে স্বাধীনতার শত্রুকে চিনতে পারবে না? তাদের আন্দোলনের শত্রুমিত্র চিনবে না? খুঁজে খুঁজে অনিয়ম বের করতে পারে, কাজেই সাবধান হোন, আপনাদের ওই ভদ্রবেশী মুখোশের আড়ালের আসল আপনাকেও ঠিক চিনে নেবে একদিন।

যে দলকে চিরকাল ক্ষমতায় দেখতে চান তার ভবিষ্যত কাণ্ডারি একদিন এদের মধ্য থেকেই তো বের হবে। আপনাদের আজকের এই কদর্যতা যদি ওদের বিমুখ করে তোলে আপনাদের প্রিয় দলটির প্রতি? তখন দল বাঁচবে কাদের নিয়ে?

মশাই, ছাড়ুন তো এবার ভণ্ডামি।
আপনারা কী চান, আমরাও তা জানি।
যেমন বুনেছেন ফসল পাবেন তেমনি।

নো ওরিজ ।

শেয়ার করুন: