ঢাকা শহরের ছিনতাইপ্রবণ এলাকা

chintaiউইমেন চ্যাপ্টার ডেস্ক: ঈদকে সামনে রেখে রাজধানীতে ছিনতাই, হাইজ্যাক এখন নৈমিত্তিক ঘটনা। প্রতিদিনই পত্রিকা খুলে এ জাতীয় খবর হামেশাই চোখে পড়ছে। ঈদের কেনাকাটার আনন্দ যেমন ঘরে ঘরে পৌঁছাচ্ছে, তেমনি সব খোয়ানোর দু:স্বপ্নও তাড়া করছে অনেককেই। পুলিশ বলছে, সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ শহরের অনেক সড়ক নিজে থেকেই এড়িয়ে চলার চেষ্টা করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে এসব ছিনতাইকারী এখন ঢাকায় রাজত্ব চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ঢাকা শহরের কিছু ছিনতাই প্রবণ এলাকার নাম তুলে ধরা হলো:

• ধানমণ্ডি রোড ১৫
• মিরপুর সেনপাড়া পর্বতা
• রামপুরা মহানগর প্রকল্প
• শান্তিনগর মোড়
• মেরুল
• ধলপুর বৌবাজার
• ধোলাইপাড়
• শ্যামপুর টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন সড়ক
• যাত্রাবাড়ি মোড়
• জুরাইন নতুন রাস্তা
• ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড
• লালবাগ রোড
• মিরপুর ১ বাসস্ট্যান্ড
• মিরপুর ২ জার্মান টেকনিক্যাল সংলগ্ন সড়ক
• মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন সড়ক
• গোরান
• রমনা সবজি ভবন রোড
• সার্ক ফোয়ারা সংলগ্ন সড়ক
• কারওয়ান বাজার;

ধানমন্ডি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের ওপর বিশেষ নির্দেশ আছে এবং তারা হোন্ডা টহল, গাড়ি টহলসহ বিভিন্ন মার্কেটে, রাস্তায় টহল দিচ্ছে। পুলিশ, র‌্যাব, নিরাপত্তা বাহিনীকে এই কাজে মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জরুরি কিছু নম্বর দেওয়া হলো। 999 -2222, 9551188 , 9514400 , 01713398311

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.