উইমেন চ্যাপ্টার ডেস্ক: রিয়াজুল হক মিল্কি হত্যাকাণ্ডের প্রধান আসামী জাহিদ সিদ্দিক তারেক র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে রাজধানীর খিলক্ষেত ওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনায় তারেক ছাড়াও শাহ আলম নামের একজন নিহত হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান জানান, মিল্কি হত্যাকাণ্ডের সময় সহযোগীর লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত হয়ে তারেক রাজধানীর উত্তরার একটি হাসপাতাসে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে গুলশান থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নেয়ার সময় রাত ১০টার দিকে তাকে ছিনিয়ে নেয়ার জন্য বহনকারী গাড়িটির উপর হামলা করে তার সহকর্মীরা। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন তারেকসহ দুইজন।
এতে র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ভিডিও প্রমাণে রিয়াজুল হক খান মিল্কি হত্যাকাণ্ডে হত্যাকারী হিসেবে প্রমাণিত হলে জাহিদ সিদ্দিকী তারেক ও ঢাকা মহানগর যুবলীগ উত্তর সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চলকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।