ডিবিসি’র সাথে সাক্ষাতকারে উদ্যোক্তা তাসলিমা মিজি

উইমেন চ্যাপ্টার:

বাংলাদেশে ফ্যাশনেবল ব্যাগ তৈরিতে সাম্প্রতিক সময়ের অনন্য এক সংযোজন ‘গুটিপা’। ধীরে ধীরে গুটিপার জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি দেশের মার্কেটে যেমন জায়গা করে নিচ্ছে, তেমনি বিদেশেও এর পরিধি বিস্তৃত হচ্ছে। যদিও এর যাত্রাপথ ততোটা মসৃণ নয়, নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও এর সত্ত্বাধিকারী তাসলিমা মিজি সততা, নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে এগিয়ে চলেছেন।

তাসলিমা মিজি সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র সমাধান সূত্রতে অংশ নিয়েছিলেন ‘কর্মক্ষেত্রে নারী’ শীর্ষক এক আলোচনায়। তিনি কথা বলেছেন, নারী উদ্যোক্তা হিসেবে তাঁর পথ-পরিক্রমার ঘাত-প্রতিঘাত, প্রতিবন্ধকতা, যথেষ্ট আর্থিক সহায়তার অভাব, নারী হিসেবে বিশেষভাবে বাধার সম্মুখীন হওয়াসহ নানান চ্যালেঞ্জ নিয়ে।

ডিবিসি’র কাছ থেকে অনুমতি নিয়ে নিচে লিংকটা শেয়ার করা হলো:

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.