বাংলা ব্লগের প্রবাদ পুরুষ অভিজিৎ রায় হত্যাকান্ডের কতগুলি বছর পেরিয়ে গেলো। ২৬শে ফেব্রুয়ারী ২০১৫, ইসলামী উগ্র জংগীবাদীরা হাতে চাপাতি নিয়ে নৃশংসভাবে আক্রমন করেছিলো অভিজিৎ রায় এবং বন্যা আহমেদ দম্পতিকে। অভিজিৎ নিহত হন, বন্যা আহমেদ গুরুতর আহত হলেও আমেরিকায় চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে আমাদের মাঝে আবারো ফিরে এসেছেন।
বিশ্বজুড়ে বাংলাদেশের ব্লগার, সেকুলার একটিভিস্টদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে গেলেও নিভৃতচারী বন্যা আহমেদ সামাজিক গনমাধ্যমে অতোটা সরব নন, যুক্তিসঙ্গত কারনেই।
আজ, আমাদের বিশেষ লাইভ অনুষ্ঠানে, সাথে পেয়েছি বন্যা আহমেদকে।
অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কথাই উঠে এসেছে বন্যা আহমেদের সাথে আলোচনায়।
দেখুন, শেয়ার করুন।
শেয়ার করুন: