অঙ্গহীনদের অঙ্গ সংযোজন করবে ‘জয়পুর ফুট’

rana plazaউইমেন চ্যাপ্টার ডেস্ক: সাভারের রানা প্লাজার দুর্ঘটনায় হাত-পা হারানো শ্রমিকদের অঙ্গ সংযোজনে এগিয়ে এসেছে জয়পুর ফুট।

তারা বিনামূল্যে এই কাজ করবেন বলে আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জয়পুর ফুট’ এর এক বিশেষজ্ঞ প্রতিনিধি দল আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন।

আগামী অক্টোবরের দিকে কৃত্রিম অঙ্গ সংযোজনকারী প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ যাচাই করে নিজেদের কার্যক্রম চূড়ান্ত করবে।

রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনায় অঙ্গ হারিয়েছেন, এমন ১০০ জন রোগীর অঙ্গ সংযোজনের জন্য সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে একটি বিশেষজ্ঞ দলের বাংলাদেশে আসার কথা।

শেয়ার করুন: