উইমেন চ্যাপ্টার ডেস্ক: ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিন বাতিল করে আবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার চার দিন পর ব্লগার আসিফ মহিউদ্দিন আত্মসমর্পণ করলে জামিনের শর্ত ভঙ্গ করার অভিযোগে তার জামিন বাতিল করে আদালত।
ঢাকার সিনিয়র জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. মো. আখতারুজ্জামান এই নির্দেশ দেন।
২৭ জুন একই আদালত থেকে জামিন পাওয়ার ১ মাস ২ দিন পরে আবার তাকে কারাগারে যেতে হলো।
ধর্ম অবমাননাকর বক্তব্যের কারণে ১ এপ্রিল থেকে ৩ এপ্রিলের মধ্যে চার ব্লগারকে আটক করে ডিবি পুলিশ। তন্মধ্যে আসিফ মহিউদ্দিনকে গত ৩ এপ্রিল সেগুনবাগিচার তার বোনের বাসা থেকে আটক করা হয়।
আসিফ মহিউদ্দিনের উপর গত ১৪ জানুয়ারি হামলা করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। গুরুতর কিছু জখম তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।