উইমেন চ্যাপ্টার: বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে বলেছে, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি চূড়ান্ত করে আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এর আগে তা ব্যাংকের সংশ্লিষ্ট বোর্ডে অনুমোদন করিয়ে নিতে হবে। ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।
এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের নীতিমালায় আনতে হবে এবং সেই নীতিমালা ৩০ আগস্টের মধ্যে বোর্ডে অনুমোদন করিয়ে তা বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।